আ ল মা হ মু দ নদীর ভিতরে নদী তোমার গোসল আমি দেখেনি কি একদা তিতাসে?মনে পড়ে? শ্মশানঘাটের সেই সিঁড়ি ছুঁয়ে নেমে যাওয়া জলডোবায় সে পাদপদ্ম। সফরী পুঁটির ঝাঁক আসেআঙুল ঠুকরে খেতে। নদী যেন নদীতে পাগল।নদীর ভিতরে যেন উষ্ণ এক নদী স্নান করে।তিতাসের স্বচ্ছজলে প্রক্ষাললে নেমেছে তিতাসই।নিজের শাপলা লয়ে খেলে নদী নদীর ভিতরেঠাট্টা বা বিদ্রƒপ নেই, শ্যেনচক্ষু, নেই চারণের বাঁশি।অমন নাহানা আর দেখিনাকো; ঘুরি দেশান্তর সাগরের বেলাভ‚মি ঘুরি আমি, তামাম হাম্মাম;সিনানের ছবি দেখে ম্যুজিয়মে কাটাই প্রহরপাই না সে দৃশ্যপট তিতাসের। প্রক্ষালনে নারীর...